চট্টগ্রাম, ৪ জুলাই — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ পরিচয়ের দাবির প্রতিবাদে আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও প্রবীণ নেতৃবৃন্দ সমাবেশে অংশ নিয়ে সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেন।
ভিডিও প্লেসহোল্ডার
প্রেক্ষাপট ও লক্ষ্য
গত সপ্তাহে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের নাম পরিবর্তনের প্রস্তাব দেন। সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ‘আদিবাসী’ পরিচয়ের দাবি উত্থাপন করলে স্থানীয় অধিকারবিশ্বস্তরা ভয়ে উদ্বিগ্ন হন। পিসিসিপি নেতারা বলেন,
“পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য ও নৃ-গোষ্ঠীর সম্মান রক্ষা না করে কোনো প্রশাসনিক পরিবর্তন কাম্য নয়।”
সমাবেশ ও বক্তৃতা
- সভাপতিত্ব: মো. গিয়াস উদ্দিন (সভাপতি, পিসিসিপি চট্টগ্রাম মহানগর)
- প্রধান অতিথি: আসিফ ইকবাল (সাধারণ সহ-সভাপতি, পিসিসিপি কেন্দ্রীয় কমিটি)
- বিশেষ অতিথি:
- যোদ্ধা কামরুল হাসান কাদের (দপ্তর সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, চট্টগ্রাম মহানগর)
- কামাল উদ্দিন (নাগরিক পরিষদ নেতা)
সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন,
“দেশের সার্বভৌমত্বে আঘাত সৃষ্টিকারী যে কোনো ষড়যন্ত্র ভয়ানক; পার্বত্য চট্টগ্রামের ভারসাম্য রক্ষা করতে রাষ্ট্রকে কঠোর হতে হবে।”
নিরাপত্তা দাবি ও সমাপ্তি
বক্তারা আরও দাবি করেন,
- পাহাড়ে সন্ত্রাসী চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপ চাই।
- পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে ত্বরান্বিত ব্যবস্থা নিতে হবে।
পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সমাপনী বক্তব্যে এ শপথ নেওয়া হয়, বাংলাদেশে কোন আদিবাসী নেই, তাই আদিবাসী দাবি প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে চলবে। শান্তিপূর্ণ অধিকার আদায়ের লক্ষ্যে আজকের সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।