টানা চতুর্থবারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হলেন হাসানুজ্জামান হায়দার

মোঃ সাইফুল ইসলাম, ফোরকান বার্তা ডেস্ক
চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার লোহাগাড়া ট্রাফিক জোনে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ হাসানুজ্জামান হায়দার আবারও জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি টানা চতুর্থবারের মতো এই গৌরব অর্জন করলেন।

গতকাল ৩১ জুলাই (বৃহস্পতিবার), ২০২৫, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় টিআই হাসানুজ্জামান হায়দারকে “শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর” হিসেবে ঘোষণা করা হয়।

পরে, চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

টিআই হাসানুজ্জামান লোহাগাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত সড়ক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। তার নেতৃত্বে—

  • যানজট নিরসন,
  • সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা,
  • সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ,
  • রেজিস্ট্রেশনবিহীন, রোড পারমিট ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান,
  • চালকদের বিরুদ্ধে নিয়মভঙ্গের কঠোর ব্যবস্থা গ্রহণ

ইত্যাদি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রতি মাসেই তিনি সর্বাধিক সংখ্যক আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন বলে জেলা ট্রাফিক বিভাগের সূত্রে জানা গেছে।

পুরস্কার গ্রহণের পর টিআই হাসানুজ্জামান হায়দার জানান,

“লোহাগাড়ার সাধারণ জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা আমার দায়িত্ব। যতদিন দায়িত্বে থাকবো, ততদিন পর্যন্ত অবৈধ যানবাহন ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবো। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এলাকাবাসী ও সহকর্মীদের কাছেও এই সফলতা ইতিবাচক বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *