রাঙামাটির-গাউসপুর সেতুর বেহাল দশা, ঝুঁকিতে পারাপার

ফুরকান বার্তা ডেস্ক | ১১ জুন ২০২৫

রাঙ্গামাটির লংগদু উপজেলার গাউসপুর সেতুর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তিনটি ইউনিয়নের (বগাছতর, গুলসাখালি ও ভাসান্যাদম) মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, নব্বইয়ের দশকে নির্মিত সেতুটির রেলিংয়ের পিলার ভেঙে যাওয়ায় গত সাত-আট বছর ধরে এটি বেহাল অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে এটি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। প্রায়ই সবজি বিক্রেতা ও মোটরসাইকেল চালকরা এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেতুর এমন অবস্থার কারণে স্থানীয়রা তাদের উৎপাদিত আম, কাঁঠালসহ বিভিন্ন কৃষি পণ্য শহরে নিয়ে যেতে পারছেন না।

সেতুর পিলারের নিচের মাটি সরে যাওয়ায় কাঠামো দুর্বল হয়ে গেছে। স্থানীয়রা অবিলম্বে এখানে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে লংগদু এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) জানিয়েছে, এ বছরই নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে সেতুর টপোগ্রাফিক জরিপ ও মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ডিজাইন প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ডিজাইন অনুমোদন হওয়ার পর চূড়ান্ত ড্রইং পাওয়া যাবে এবং তারপর নির্মাণ কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *